কলম্বিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০২ ১৪:৪২:৪৩


দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ক্ল্যান দেল গলফো নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তারা নিহত হন।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কলম্বিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ল্যান দেল গলফো নামের ওই সন্ত্রাসী গোষ্ঠীটি মাদক পাচার এবং অবৈধ খনি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট।

গত বছরের অক্টোবরের পর কলম্বিয়ার মাদক কারবারিদের বিরুদ্ধে এবারই প্রথম এতো বড় অভিযান পরিচালনা করলো দেশটির সরকার। ২০২১ সালের অক্টোবরের শেষের দিকে কলম্বিয়ার মাদক সম্রাট ও দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান দাইরো আন্তোনিও উসুগাকে আটক দেশটির নিরাপত্তা বাহিনী। অ্যাতোনিয়েল নামেই বেশি পরিচিত এই মাদক ব্যবসায়ীকে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

দক্ষিণ আমেরিকার এই দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বলা হচ্ছে, কলম্বিয়ার আন্তিওকুইয়া প্রদেশের ইতুয়াঙ্গো এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এই এলাকাটি কোকা চাষের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আর এই কোকাই হচ্ছে কোকেন তৈরির মূল উপাদান।

সানবিডি/এনজে