দর বৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০২-০২ ১৫:৪৪:৪৬
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৮ বারে ২৬ লাখ ৫৪ হাজার ১০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাই ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ১১১ বারে ২ হাজার ৭৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১২৮ বারে ৩ হাজার ৪৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেঙ্গল উইন্ডসোরের ৯.৬৯ শতাংশ, অলিম্পিক অ্যাক্সেসরিজের ৯.৬ শতাংশ, ইয়াকিন পলিমার ৯.৫২ শতাংশ, রিং সাইনের ৭.৯২ শতাংশ, একমি পেস্টিজের ৭.১৪ শতাংশ, সামিট এলায়েন্সের ৬.২০ শতাংশ, ফরচুনের ৬.০৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস