এশিয়ার এলএনজি সরবরাহ সংকটে পড়ার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৩ ১২:১৪:৫৫
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকট আরো তীব্র আকার ধারণ করলে সরবরাহ সংকটে পড়তে পারেন এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিকারকরা। ইউরোপের বাজারে রাশিয়ার গ্যাস সরবরাহেও এতে নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু এমন পরিস্থিতি সামাল দেয়ার জন্য এখনো বেশির ভাগ দেশই প্রস্তুতি নিতে পারেনি। গ্যাস সরবরাহ নিশ্চিতে বিকল্প কোনো পদক্ষেপও নেয়া হয়নি। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো অর্থনীতিগুলো ব্যাপকভাবে এলএনজি আমদানির ওপর নির্ভরশীল। কিন্তু এসব দেশের ঝুঁকি মোকাবেলার সক্ষমতা অত্যন্ত সীমিত। এর মানে দাঁড়ায়, অপরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের যে পরিমাণ মজুদ বাজারে রয়েছে, গ্যাসের বাজারে সে পরিমাণ মজুদ নেই।
তথ্য বলছে, ২০২০ ও ২০২১ সালে গ্যাসের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা। বিষয়টি এশিয়ার দেশগুলোর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আটলান্টিক ও প্যাসিফিক বেসিনের মধ্যে যে আন্তঃসংযোগ রয়েছে তা বাজার পরিস্থিতি পরিবর্তনে বড় ভূমিকা রাখে।
এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ কমে যাওয়া কোনো পক্ষের জন্যই ভালো নয়। এমনকি রাশিয়া যদি ইউক্রেনকে পুরোপুরি দখল করে নেয়, তবু সরবরাহ বন্ধ হয়ে পড়ার সম্ভাবনা নেই।
এ বিষয়ে নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি সিটিগ্রুপ এক নোটে জানায়, রাশিয়া-ইউক্রেন বিরোধ আরো প্রকট আকার ধারণ করলেও আরো ৫০ বছরে গ্যাস রফতানি বাধাগ্রস্ত হবে না। তবে এ সংকটের কারণে বিশ্ববাজারে পণ্যটির দাম আরো বেড়ে যাবে। ঊর্ধ্বমুখী দামের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এশিয়া।
সানবিডি/এনজে