বিক্রেতা সংকটে হল্টেড ৩ কোম্পানির শেয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৩ ১২:২৬:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই । বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : নাহি অ্যালুমিনিয়াম, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বিডি থাই ফুড।

জানা গেছে, বুধবার নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৮.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স : বুধবার ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

বিডি থাই ফুড : বুধবার বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস