ইনোভা সিকিউরিটিজের লেনদেন শুরু

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০২-০৩ ১৩:০২:২৩


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রোকারেজ হাউজ হিসেবে লেনদেন শুরু করেছে ইনোভা সিকিউরিটিজ লিমিটেড।  প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লেনদেন শুরু করেছে।

সিকিউরিটিজের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নম্বর- DSE TRAC No. 302

ডি-মিউচ্যুয়ালাইজেশন স্কীমের আওতায় নতুন ৫৮টি প্রতিষ্ঠানের অনুকূলে Trading Right Entitlement Certificate (TREC) ইস্যু করা হয়। এর মধ্যে ৫২টির সনদ হস্তান্তর করা হয়েছে। এসব অনুমোদনপ্রাপ্ত ব্রোকারেজ হাউস ডিএসই’র মালিকানা পাবে না। তবে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার কেনাবেচা করতে পারবেন। অনুমোদনপ্রাপ্ত ট্রেক হোল্ডাররা ধারাবাহিকভাবে লেনদেনে ফিরছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস