টাকা ফেরতের দাবিতে রিং ‍আইডি গ্রাহকদের গণঅনশন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৩ ১৪:২৫:৪৯


দেশের প্রায় দুই লাখ গ্রাহক রিং আইডির কমিউনিটি জবে বিনিয়োগ করে টাকা হারানোর শঙ্কায় আছেন।বেশ কয়েক মাস গ্রাহকদের টাকা আটকে আছে এই কমিউনিটি জবে। তাদের প্রায় ২৫০ কোটি টাকা ফ্রিজ হয়ে আছে বাংলাদেশ ব্যাংককে।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, তাদের টাকা আনফ্রিজ করে কমিউনিটি জব ফেরত দেওয়া হোক। এতে তাদের আগের মতো উপার্জনের পথ খুলে যাবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শতাধিক গ্রাহক ও এজেন্টরা মানববন্ধন ও গণঅনশন পালন করেন।

এর আগে ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রাহকরা শাহবাগে জড়ো হতে থাকেন। পূর্বের ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় তারা মানববন্ধনে অংশ নেন।

রিং আইডি কানাডার মন্ট্রিয়েল সিটিতে অবস্থিত ‘রিং ইনকরপোরেশন’ দ্বারা পরিচালিত একটি সামাজিক যোগাযোগমাধ্যম। কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত আইরিন ইসলাম ও শরিফ ইসলামের যৌথ উদ্যোগে এর যাত্রা শুরু। ২০১৫ সালের জুলাই মাসে রিং আইডি প্রথম প্রকাশ হয়। রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলাম ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আইরিন ইসলাম একবার গ্রেফতার হয়েছিলেন। টেলিযোগাযোগ খাতে ভিশনটেল ও ক্লাউডটেল নামে তাদের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেই সময় ২৯৬ কোটি টাকা তছরুপের অভিযোগ এনেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা (বিটিআরসি)।

আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সানবিডি/এনজে