ছয় মাসে বাণিজ্য ঘাটতি ১৫০০ কোটি ডলার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৩ ১৪:৪৮:০৪
বিশ্বব্যাপী মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবেও থেমে নেই বিশ্ব অর্থনীতির কার্যক্রম। ফলে আমাদের দেশেও আমদানি এবং রফতানি হচ্ছে বিপুল পরিমাণে। আমদানির সঙ্গে রফতানির আয়ও বেড়েছে। তবে এ দুই সূচকের মধ্যে ব্যবধান বেড়েছে বেশি পরিমাণে। এতে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি। বিগত অর্থবছর অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৬৮৭ কোটি ডলার।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে দেশের বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৬১ কোটি ৬০ লাখ (১৫ দশমিক ৬২ বিলিয়ন) ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় আড়াইগুণ বেশি। বাণিজ্য ঘাটতির এ পরিমাণ দেশের আমদানি-রফতানির ইতিহাসে রেকর্ড গড়েছে। এর আগে অর্থবছরের প্রথমার্ধে বাণিজ্য ঘাটতির পরিমাণ এত হয়নি।
শুধু বাণিজ্য ঘাটতিই নয়, বৈদেশিক লেনদেনের ভারসাম্যও বড় ঘাটতিতে পড়েছে দেশ। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৮১৮ কোটি ৩০ লাখ ডলার। অথচ গত অর্থবছরের একই সময়ে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক ৩৫১ কোটি ৫০ লাখ ডলার উদ্বৃত্ত ছিল।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া হালনাগাদকৃত তথ্য বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৬১ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় আড়াইগুণ।
২০২০-২১ অর্থবছরের এই ৬ মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৬৮৭ কোটি ৩০ লাখ ডলার। ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে ৩ হাজার ৮৯৭ কোটি ১০ লাখ ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এ পরিমাণ গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৪ দশমিক ৫০ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে আমদানি হয় ২ হাজার ৫২২ কোটি ৬০ লাখ ডলারের পণ্য।
সানবিডি/এনজে