দর পতনের শীর্ষে আরএকে সিরামিক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৩ ১৬:০০:০২


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরএকে সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ২৩৯ বারে ৫৫ লাখ ৯৩ হাজার ৫৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫১ বারে ১৫ লাখ ৪৬ হাজার ৮৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬ বারে ১৫ হাজার ৪১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাইম লাইফের ৩.৯৯ শতাংশ, রিংশাইনের ৩.৬৬ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৩.৫২ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৩.৩০ শতাংশ, শাশা ডেনিমসের ৩.২৭ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩.১৯ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর ৩.১৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস