কেমন করেছে সিমেন্ট খাতের কোম্পানিগুলো
:: প্রকাশ: ২০২২-০২-০৮ ০৮:৫৯:৩৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানিগুলো সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করছে। এই সময়ে কোম্পানিগুলোর শেয়ার প্রতি আয় (ইপিএ) মিশ্র অবস্থানে রয়েছে।
দেশের পুঁজিবাজারে সিমেন্ট খাতের ৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এদের মধ্যে ৪টি প্রতিষ্ঠান তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে। একটি বার্ষিক মুনাফা ঘোষণা করেছে এবং একটি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে। করোনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আক্রান্ত হওয়া দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন সঠিক সময়ে তৈরি ও প্রকাশ করতে পারেনি। তবে এর জন্য বিএসইসির কাছে সময়ের আবেদন করা হয়েছে।
ইপিএস বেড়েছে: প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষন করে দেখা যায়, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১১ পয়সা বেড়েছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। অর্থাৎ, আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১১ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৯৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা।
বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ভালো ব্যবসা করেছে। যার প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির মুনাফায়। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি ৮৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১৭ কোটি টাকা। প্রতিষ্ঠানটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে হাইডেলবার্গ সিমেন্টের বিক্রি হয়েছে ১ হাজার ২৬৬ কোটি টাকা। যেখানে গত বছরের একই সময়ে বিক্রি ছিল ৮১০ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে ৪৫৬ কোটি টাকা। এ সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে ৯৩ কোটি ৪১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ১৯ কোটি ৪৯ লাখ টাকা। চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৮৮ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ২ পয়সা।
হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড’র কোম্পানি সেক্রেটারি এমদাদুল হক বলেন, তারা বার্ষিক প্রতিবেদন তৈরি করছেন। তারা আশা করছেন মার্চ মাসের মধ্যে তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে পারবেন।
লভ্যাংশ: ২০২১ সালে লাফার্জহোলসিমের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ৩ পয়সা। শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানে নিট মুনাফা থেকে কোম্পানিটি ২৯০ কোটি টাকা ব্যয় করবে। লাফার্জহোলসিমের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানির ইতিহাসে সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। পর্ষদ সভায় শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট ২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগে কোম্পানির সর্বোচ্চ লভ্যাংশ ১০ শতাংশে সীমাবদ্ধ ছিল।
ইপিএস কমেছে:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। গত বছর একই সময়ে ৩ টাকা ৫৭ পয়সা আয় হয়েছিল।
অর্থবছরের সর্বশেষ ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৯৬ পয়সা।
প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭০ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই,২১-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৫১ পয়সা।
এমআই সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫২ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২১-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ০৩ পয়সা।
পর্ষদ সভা হয়নি অ্যারামিট সিমেন্ট লিমিটেডের। প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থার কাছে সময়ও চেয়েছে। অ্যারামিট সিমেন্টের কোম্পানির সেক্রেটারি সৈয়দ কামরুজ্জামান বলেন, তারা এখনও দ্বিতীয় প্রান্তিকের রিপোর্ট তৈরি করতে পারেনি। কারন তাদের প্রতিষ্ঠানের অনেকেই অসুস্থ্য। তিনি নিজেও বাসায় আইসোলেশনে রয়েছেন। এসব কারণে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। এজন্য বিএসইসি’র কাছে কয়েক দিন সময় প্রার্থনা করেছেন বলে তিনি জানান।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
নূর/এএ/জিইউ,৮/২/২২