ইন্টারনেট ব্যবহারকারীর তালিকায় বাংলাদেশ সপ্তম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৪ ২২:০৮:৫১
বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর তালিকায় বাংলাদেশের স্থান সপ্তম। তালিকায় চীন সবার উপরে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ডাক ও টেলিযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ভেরিফাইড ফেসবুকে এই তথ্য জানান।
মন্ত্রী তাঁর স্ট্যাটাসে লেখেন, ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং নাইজেরিয়ার পরই বাংলাদেশের অবস্থান। ২০০৮ সালে ডিসেম্বরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো মাত্র ৮ লাখ।
সামাজিক মাধ্যমে এই পোস্টের পর অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। আতাউর রহমান তুহিন নামে এক ব্যক্তি মন্ত্রীকে প্রশ্ন করেন, আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি। কিন্তু নেটওয়ার্কের স্পিড বা গতি খুবই কম। এ ব্যাপারে দ্রুতই কাজ করা দরকার।
জবাবে মন্ত্রী লেখেন, চিরকাল অভিযোগটা করতে জানেন। লাঙ্গল জোয়ালের দেশটা যে ইন্টারনেটের এই জায়গায় এলো তার জন্য কৃতজ্ঞতাও নেই! ২০০৮ সালের ডিসেম্বরে মাত্র ৮ লাখ ইন্টারনেট ব্যবহারকারী যে এখন প্রায় ১৩ কোটিতে ওঠে এলো তার জন্য অবকাঠামো লাগে নাই? রাতারাতি সব অবকাঠামো গড়ে তোলা যায়? তবুও করোনার মাঝে পুরো দেশে ৪জি সম্প্রসারিত হয়েছে। এখন গুণগত মানও বাড়বে।
এএ