সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৫ ১১:৩২:৪৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৩৫২টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৬৪৫০ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ কোটি ১৭ লাখ ৫৮ হাজার ৬০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ২৯৭ কোটি ১৪ লাখ ৯৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ব্যাংকের ১৩ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৪ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১৭৮ কোটি ৬৭ লাখ ৯ হাজার টাকার, লাফার্জ হোলসিম ১৭৭ কোটি ৪৬ হাজার টাকার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১৬০ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকার, আরএকে সিরামিকস ১৪৩ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইল ১৩১ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার টাকার, ন্যাশনাল পলিমার ১২৪ কোটি ৯৮ লাখ ৯ হাজার টাকার এবং পাওয়ার গ্রিড ১১৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস