২ হাজার কোটি টাকা রাজস্ব আসবে সেট টপ বক্স ব্যবহারে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৬ ২১:১৬:২০
দেশে টিভি চ্যানেলের সম্প্রচারে সম্পূর্ণ ডিজিটালাইজেশনে সেট টপ বক্স ব্যবহারে একদিকে যেমন গ্রাহকের সংখ্যা জানা যাবে, অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বছরে দেড় থেকে দুই হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে।
আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এ দাবি করেন। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এ বিষয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, বাংলাদেশে কত কেবল টিভির কত গ্রাহক রয়েছে, সেই সংখ্যা বাংলাদেশে কারো জানা নেই। কিন্তু সম্পূর্ণ ডিজিটালাইজেশন বা সেট টপ বক্স হওয়ার পরে সরকারের কাছে গ্রাহকের হিসাব থাকবে। এর মাধ্যমে এনবিআরের রাজস্ব আয় হবে বছরে দেড় থেকে দুই হাজার কোটি টাকা। বর্তমানে যা ১০০ কোটি টাকার নিচে।
তিনি বলেন, দেশে কয়েক কোটি সেট টপ বক্স লাগবে। তাই আমি মনে করি সেট টপ বক্স আমদানিতে নির্দিষ্ট হারে রেয়াত দেওয়া প্রয়োজন। দীর্ঘমেয়াদী রাজস্ব আয়ে নজর দিলে দুটো লাভ হবে। সরকারের রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে গ্রাহকরা ডিজিটালাইজেশনের সুফল পাবেন।
সানবিডি/এনজে