বর্জ্র ব্যবস্থাপনায় ৪৭৪ কোটি টাকা দেবে আইডিবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৭ ১৪:২২:৫৬
দেশের ১০টি গুরুত্বপূর্ণ শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিনের আওতায় আনা হবে। সমন্বিত কঠিন ও মানববর্জ্য ব্যবস্থাপনা করা হবে মূলত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অর্থায়নে।
এ কাজে মোট ব্যয় হবে ৫৫৯ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে আইডিবি অর্থায়ন করবে ৪৭৪ কোটি ৮৮ লাখ টাকা। প্রকল্পটি ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।
এই প্রকল্পের অগ্রাধিকারভিত্তিক এলাকা ও শহর হলো- নরসিংদী, জামালপুর, শরীয়তপুর, কুমিল্লা, লক্ষীপুর, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বাগেরহাট ও পটুয়াখালী।
এই ১০টি অগ্রাধিকারভিত্তিক শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন (সমন্বিত কঠিন ও মানববর্জ্য) প্রকল্পের আওতায় আনতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ এসব তথ্য জানান।
সানবিডি/এনজে