৪ শতাংশে নামতে পারে এলএনজির বাণিজ্য প্রবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-০৭ ১৪:৪৮:২০
চলতি ২০২০ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বৈশ্বিক বাণিজ্য প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার ফলে জ্বালানি পণ্যটির বাণিজ্যে ৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা দিয়েছিল। কিন্তু এ বছর তা কমে ৪ শতাংশে নামতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।
এ বিষয়ে প্রান্তিকভিত্তিক গ্যাসের বাজার প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২১ সালে এশিয়ায় এলএনজি চাহিদা ছিল ঊর্ধ্বমুখী। তবে এ বছর তা মন্দার মুখে থাকবে। অন্যদিকে খরায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশগুলোয় জ্বালানি পণ্যটির আমদানি কমতে পারে।
দ্য ইন্টারন্যাশনাল গ্রুপ অব লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস ইম্পোর্টার্স জানায়, ২০২০ সালে এলএনজির বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩৫ কোটি ৬০ লাখ টন। আইইএর প্রাক্কলন অনুযায়ী, গত বছর বাণিজ্য ৬ শতাংশ বেড়ে ৩৭ কোটি ৭০ লাখ টনে পৌঁছে। তবে চলতি বছর প্রবৃদ্ধির হার থাকবে কম। বাণিজ্যের পরিমাণ দাঁড়াতে পারে ৩৯ কোটি ২০ লাখ টনে।
এ প্রতিবেদনে আইইএ বলছে, চলতি বছর এলএনজি আমদানিতে নিট প্রবৃদ্ধির পুরোটাই আসবে এশিয়া থেকে। এ সময় চীন জ্বালানি পণ্যটির সবচেয়ে বড় আমদানিকারক দেশে পরিণত হবে। যদিও দেশটির আমদানি প্রবৃদ্ধির হার কমে ৯ শতাংশে নামতে পারে। কারণ চীন রাশিয়া থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়াচ্ছে। অন্যদিকে দেশটিতে সর্বোপরি গ্যাসের চাহিদা প্রবৃদ্ধির গতিও মন্থর।
সংস্থাটি জানায়, গত বছর ভারতের এলএনজি আমদানি সাময়িকভাবে কমে গিয়েছিল। তবে চলতি বছর প্রক্ষেপিত আমদানি ২০২০ সালের পর্যায়ে ফিরতে পারে। আমদানিতে প্রবৃদ্ধি আসতে পারে ১২ শতাংশ।
সানবিডি/এনজে