আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে ৫ পাক সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৭ ১৫:৪৪:২১
আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে সীমান্ত চৌকিতে অন্তত পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
রোববার ইসলামাবাদ এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
আফগানিস্তানে গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটল।
তালেবানের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি থেকে তেহরিক-ই-তালেবান (টিটিপি) একতরফাভাবে বের হয়ে যাওয়ার পর হামলা বাড়িয়েছে গোষ্ঠিটি। তাদের অভিযোগ— ইসলামাবাদ তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে না।
এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আফগানিস্তানের ভেতর থেকে অস্ত্রধারীরা কুররম জেলার আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। একই সঙ্গে আশা করে, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে পাকিস্তানের ওপর এ ধরনের হামলা হতে দেবে না।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমাদ এক বিবৃতিতে বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী তালেবান সরকারের উচিত আন্তঃসীমান্ত হামলা বন্ধ করা।
এদিকে আফগান সরকার দেশটির ভূমি থেকে এ ধরনের হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে।
তালেবান সরকারের উপমুখপাত্র বিলাল কারিমি বলেন, আমরা বিশ্বের বিভিন্ন দেশকে নিশ্চয়তা দিচ্ছি, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে— কোনোভাবেই আফগান ভূমি তাদের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।
বেলুচিস্তান প্রদেশের দুটি সেনা চৌকিতে হামলার পর পাকিস্তানের সেনাবাহিনীর চালানো অভিযানে ২০ বিদ্রোহী ও ৯ সেনা নিহত হয়েছেন— ইসলামাবাদের পক্ষ থেকে এ খবর জানানোর পর এ হামলার ঘটনা ঘটল। বুধবারের ওই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি।
সানবিডি/এনজে