কোল ইন্ডিয়া বাংলাদেশে সরাসরি কয়লা রপ্তানি করতে চায়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৭ ১৭:৪৭:৩১


বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদক কোল ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে সরাসরি কয়লা রপ্তানি করতে চায়। ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় বাংলাদেশ ছাড়াও নেপাল-ভুটানের কাছে বাণিজ্যিকভাবে কয়লা বিক্রি করতে চায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। দক্ষিণ এশিয়ায় চীনা প্রভাব মোকাবিলায় বছর দেড়েক আগে এ পরিকল্পনা শুরু হলেও ভারতের অভ্যন্তরীণ চাহিদার কারণে তা এখনো বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগারওয়াল।

২০২০ সালের অক্টোবর মাসে কোল ইন্ডিয়ার করপোরেট কৌশল সংক্রান্ত এক বোর্ড মিটিংয়ে প্রতিবেশী দেশগুলোতে সরাসরি কয়লা রপ্তানির প্রস্তাব উত্থাপন করা হয়। সম্প্রতি ভারতের কয়লা মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কোল ইন্ডিয়ার চেয়ারম্যান জানিয়েছেন, ভারতে কয়লার বাড়তি চাহিদার কারণে এখনই রপ্তানি শুরু করা যাচ্ছে না।

তিনি বলেন, বিদ্যুৎ সংকট না হলে আমরা চলতি অর্থবছরেই (শেষ হচ্ছে ২০২২ সালের মার্চে) রপ্তানি শুরু করতে চেয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রস্তাবে কোল ইন্ডিয়ার বর্ষিক কয়লা উৎপাদনের তিন শতাংশ রপ্তানির জন্য আলাদা রাখার কথা বলা হয়েছে। এক্ষেত্রে তাদের মূল লক্ষ্য দীর্ঘমেয়াদি চুক্তিতে উৎসাহিত করা।

বলা হচ্ছে, কয়লা রপ্তানি বাড়ানোর এ উদ্যোগ কোল ইন্ডিয়ার আয় বাড়ানোর পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক জোরদার করতে সাহায্য করবে। তবে ভারতের ভেতরেই কয়লার চাহিদার তুলনায় সাম্প্রতিক ঘাটতি পরিকল্পনার বাস্তবায়ন পিছিয়ে দিয়েছে। ২০২২ সালের শেষের দিক ছাড়া এটি শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রমোদ আগারওয়াল।

এ বিষয়ে ভারতের কয়লা মন্ত্রণালয়ের মন্তব্য জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র ও নথিপত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, কয়লা রপ্তানির বিষয়ে বাংলাদেশ, নেপাল ও ভুটান সরকারের কর্মকর্তাদের সঙ্গে কোল ইন্ডিয়ার আলোচনা হয়েছে। এ তিন দেশে মোট বার্ষিক কয়লার চাহিদা ১ কোটি ৭০ লাখ টন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সানবিডি/এনজে