হিলিতে বেড়েছে সব ধরনের সবজির দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০২-০৭ ১৯:৫৬:৩৯
টানা দুই দিন ধরে চলা বৃষ্টির কারণে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বেড়েছে সব ধরনের সবজির দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা দরে। হুট করেই এমন দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
আজ সোমবার ফেব্রুয়ারি) হিলি বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব কাঁচামালের দোকানে কমেছে সবজির সরবরাহ। দুই দিনের ব্যবধানে ২০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ৩০ টাকা কেজি বিক্রি হওয়া শিম ১০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ১৫ টাকা কেজির টমেটো বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি, ৬০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৮০/১০০ টাকা কেজি দরে, মটরশুঁটি ৩০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
সানবিডি/এনজে