রাবিতে আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ: ২০১৬-০২-১৩ ১৮:২১:৫৯
‘যুক্তির শাণিত স্রোতে আাঁকি মুক্তির মহাকাল’ এ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৩য় আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়াদী হলের বিটিভি কক্ষে সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা কর্তৃক এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোহরাওয়াদী হল বির্তক পাঠশালার সভাপতি চৌধুরী মো. আবু সালেহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি সোহরাওয়ার্দী হলের প্রধাক্ষ ড. এম আনিসুর রহমান ও যমুনা টিভির স্পেশাল করেসপন্ডেন্ট মাহফুজ মিশু। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপ সাহিত্য বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ সম্রাট, সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার উপদেষ্টা লিটন হুসাইন খান ও মো. জুয়েল রানা এবং বিতর্ক পাঠশালার প্রতিষ্ঠাকলীন সদস্য ও রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছাদেকুল শিমুল।
এসময় বক্তারা বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের পাশাপাশি সমগ্র বাংলাদেশে এ আধুনিক শিল্পকে আন্দোলনে রূপদানের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই নয় বিতর্ক চর্চার মাধ্যমে বিতার্কিক তার কথা বলার যে জড়তা তা সহজেই দূর করতে পারে যা পরবর্তিতে চাকরি বা ভাইভা ক্ষেত্রে অনেক সহায়ক হয়। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার প্রতিষ্ঠাকালীন সদস্য ও রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছাদেকুল শিমুল।
উল্লেখ্য, ২০১১ সালে শহীদ সোহরাওয়ার্দী হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী নিয়ে সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা প্রতিষ্ঠিত হয়।