কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন
প্রকাশ: ২০১৬-০২-১৩ ১৮:৩৪:৫৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে শ্রী শ্রী স্বরসতী পূজা। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে পূজা পালনের মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডুগোপী দাস, শিক্ষক সমিতির সভাপতি মো. আইনুল হক।
মুখ্য আলোচক ছিলেন স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ ও অধ্যাপক শ্রামাপ্রসাদ ভট্টাচার্য্য। আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি দুলাল নন্দী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, সভাপতি রুপম দেবনাথ ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. আলী আশরাফ বলেন, ‘আজকের এই দিনে আমোদের সেই শিক্ষায় আত্মনিবেশ করতে হবে যেখানে কুপমন্ডুকতা থাকবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশসন বিভাগের সভাপতি ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ।আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সানবিডি/ঢাকা/রাআ