ঊর্ধ্বমুখী ভারতের পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৮ ১৯:৩৯:০৮
ভারতের পুঁজিবাজার এবার উর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারর দাম। একই সাথে সেনসেক্স এবং নিফটিও বিনিয়োগকারিদের দিয়েছে সুখবর।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি ) মিন্ট’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির শেয়ার বাজারে ক্লোজিং ঘন্টা বাজার আগে সেনসেক্স বেড়েছে ১৮৭ পয়েন্ট। একই সাথে নিফটি ০.৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ১৭২৬৬.৭৫ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে মূলধনী যন্ত্রাংশ উৎপাদনকারি প্রতিষ্ঠান ও উৎপাদনশীল শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে অন্য যে কোন কোম্পানির চেয়ে বেশি।
একই সাথে ইস্পাত এবং পিএসইউ ব্যাংকিং খাতের সূচকের সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
লেনদেন হওয়া সেনসেক্স-৩০ কোম্পানির মধ্যে টাটা স্টিল, টাইটান, এশিয়ান পেইন্টস এবং রিলায়েন্স এর শেয়ারের দাম বেড়েছে সবচেয়ে বেশি।
একই সাথে এইচডিএফসি টুইনস, পাওয়ারগ্রিড, কোটাক ব্যাংক, এলএন্ডটি, টিসিএস এবং এসবিআই এর শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি।
নিফটি-৫০ কোম্পানির মধ্যে টাটা স্টিল, সিপলা, রিলায়েন্স এর শেয়ার কিছুটা গতি পেয়েছে। যেখানে টাটা কনজিউমার, আইওসি, ওএনজিসি, পাওয়ারগ্রিড কোম্পানির শেয়ারের দাম পড়েছে প্রত্যাশার চেয়ে বেশি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এসএ/এএ