মুকেশকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী হলেন গৌতম
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৮ ২০:৪৮:১৩
এশিয়ার শীর্ষ ধনীর জায়গা থেকে মুকেশ আম্বানিকে সরিয়ে দিয়েছেন ভারতেরই আরেক বিলিয়নিয়ার গৌতম আদানি।
ব্লমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি বর্তমানে ৮৮.৫ বিলিয়ন ডলারের মালিক। অন্যদিকে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ হলো ৮৭.৯ বিলিয়ন ডলার।
৫৯ বছর বয়সী গৌতম আদানি বন্দর, মহাকাশ, তাপ শক্তি ও কয়লার ব্যবসা করেন। পৃথিবীর অনন্য বিলিয়নিয়ারের মত মহামারীতে গৌতম আদানির সম্পদের পরিমাণও হু হু করে বেড়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসেও গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ছিল ৪০ বিলিয়ন ডলারের নিচে। কিন্তু এক বছরের মধ্যে তিনি এশিয়ার শীর্ষ ধনীর জায়গা দখল করেছেন।
বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে দশ নাম্বারে অবস্থান করছেন গৌতম আদানি। অন্যদিকে মুকেশ আম্বানি ১১তম স্থানে নেমে গেছেন।
করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের জুন মাস থেকে আদানি গ্রুপের শেয়ারের পরিমাণ ১ হাজার গুণ বেড়ে যায়। মূলত আদানি গ্রুপের যে ব্যবস্থাপনা ও গৌতম আদানির পরিকল্পনার ওপর মানুষের আস্থা তৈরি হয়েছে।
সূত্র: সিএনএন, ব্লুমবার্গ