এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে জিটিএফ চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৯ ১৬:৫২:৫৯


এনসিসি ব্যাংক লিঃ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে গ্রীন ট্রান্সফরমেশন ফান্ডে (ইউরো) অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) এনসিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী (সৌর শক্তি ও নবায়নযোগ্য শক্তি) যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে এবং রপ্তানিমুখী শিল্প ও রপ্তানিযোগ্য উৎপাদনশীল শিল্পের কাঁচামাল আমদানির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০ কোটি ইউরোর সমমূল্যের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এ চুক্তি স্বক্ষরিত হয়।

এনসিসি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগ এর মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এএ