বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে প্রিন্সের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০২-০৯ ১৯:২৮:০২


বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন।

বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ইতোমধ্যে তারা প্রিন্সের পদত্যাগপত্র পেয়েছেন। ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগের কথা বোর্ডকে অবহিত করেছেন। তবে এর আগেই দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনলাইন (আইওএল) জানায়, প্রিন্স বাংলাদেশের ব্যাটিং কোচ থাকছেন না।

তাৎক্ষণিকভাবে কার্যকর হবে প্রিন্সের এই পদত্যাগের সিদ্ধান্ত। অর্থাৎ ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাকে পাচ্ছেন না সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।

অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল প্রিন্সের। গত বছর জুলাইতে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে ব্যাটিং পরামর্শকের দায়িত্বে ছিলেন তিনি। সেখানে নিজের কাজ দিয়ে ক্রিকেটারদের আস্থা অর্জন করেছিলেন। তার কাজে সন্তুষ্ট হয়ে পরবর্তীতে অগাস্ট মাসে বিসিবি তাকে পূর্ণ মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়।

প্রোটিয়াদের হয়ে ৬৬ টেস্ট খেলেছেন বাঁহাতি প্রিন্স। ৪১.৬৪ গড়ে ৩৬৬৫ রান আছে তার নামের পাশে। প্রথম অশ্বেতাঙ্গ ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকাকে দুটি টেস্টে নেতৃত্ব দেওয়া প্রিন্সের ওয়ানডে রেকর্ড অবশ্য ঝলমলে নয়। ৫২ ম্যাচ খেলে তিনি কেবল করেছেন ১০১৮ রান। তিনি টি-টোয়েন্টি খেলেছেন কেবল একটি। আইসিসি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করে এর আগে তিনি কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে।

প্রধান কোচের ভূমিকায় ২০১১ সালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জেমি সিডন্স এবার ফিরে এসেছেন নতুন ভূমিকায়। তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তিনি কোন পর্যায়ে কাজ করবেন তা এখনও নিশ্চিত করা হয়নি। প্রিন্স বিদায় নেওয়ায় জাতীয় দলের সঙ্গেই তবে কাজ করবেন সিডন্স?

এএ