দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১০ ১৫:৫৮:১৮


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৩১ হাজার ৯০১ বারে ১৩ লাখ ২৭ হাজার ১৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আরামিট সিমেন্টের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৭০৪ বারে ৯ লাখ ২২ হাজার ৮২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১১২ বারে ২ লাখ ১৪ হাজার ৯৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইমটেক্সের ৮.৯০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৭০ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৫৫ শতাংশ, গোল্ডেন সনের ৭.২১ শতাংশ, খুলনা পাওয়ারের ৬.৯১ শতাংশ, সালভো কেমিক্যালের ৬.০৬ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৫.৬৭ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস