কক্সবাজারে মেহেদী হত্যা মামলায় ঘাতক ৫ বন্ধুর যাবজ্জীবন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০২-১০ ১৬:৫১:১৬
কক্সবাজারে আলোচিত মেহেদী হত্যা মামলায় ঘাতক ৫ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোজাফফর আহমদ হেলালী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজার শহরের বাহারছড়ার মোহাম্মদ ফারুক প্রকাশ ওমর ফারুক, শাহেদ, মধ্যম বাহারছড়ার সাগর, মিঠু ও ওয়াসিম।
রায় ঘোষণার সময় আসামি মোহাম্মদ ফারুক ও শাহেদ আদালতে উপস্থিত ছিলেন। অন্য তিন আসামি সাগর, মিঠু ও ওয়াসিম পালাতক।
মামলার বরাতে পিপি মোজাফফর জানান, বন্ধুদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ২০১০ সালের ২০ এপ্রিল রাত ১০টায় কক্সবাজার শহরের শহীদ মিনার রোডে হামলার শিকার হন মধ্য বাহারছড়া এলাকার মেহেদী হাসান।
পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনায় একই বছরের ২২ এপ্রিল সদর থানায় পাঁচজনের নামে মামলা করেন নিহত মেহেদীর বাবা।
তদন্ত শেষে এজাহারভুক্ত আসামি হুমায়ুনকে বাদ দিয়ে মধ্যম বাহারছড়ার সাগরকে যুক্ত করে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
এম জি