আমেরিকার পুঁজিবাজারে প্রযুক্তি খাতের দাপট

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০২-১০ ২১:১৮:৩৮


বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকার পুঁজিবাজারে বইছে সুবাতাস। এখানে দাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি খাতের কোম্পানিগুলো। এতে বিনিয়োগকারিরা সামান্য পরিমান ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকার শেয়ার বাজারে নাসডিক কম্পোজিট বৃদ্ধি পেয়েছে ২.০৮ শতাংশ। যা বর্তমানে ১৪,৪৯০.৩৭ পয়েন্টে অবস্থান করছে।

একই সাথে এসএন্ডপি-৫০০ বৃদ্ধি পেয়েছে ১.৫ শতাংশ। বর্তমানে এসএন্ডপি-৫০০ এর অবস্থান ৪,৫৮৭.১৮ পয়েন্ট। এদিন ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড়ে ৩০৫.২৮ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫,৭৬৮.০৬ পয়েন্ট হয়েছে।

দেশটির পুঁজিবাজারে ইকমার্স খাতের কোম্পানি সোপিফি’র শেয়ারের দাম বেড়েছে ৫ শতাংশ। যখন ইটসি’র দাম বেড়েছে ৩.৮ শতাংশ। অপরদিকে ডকোসাইন এর দাম বেড়েছে ৫.২ শতাংশ এবং জুম এর শেয়ারের দাম বেড়েছে ৪.৮ শতাংশ।

ফেসবুকের মুল প্রতিষ্ঠান মেটা পুঁজিবাজারে আবার ঘুড়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ৫.৪ শতাংশ।

নরওয়েজিয়ান ক্রুজ লাইন হোল্ডিংসের শেয়ারের দাম বেড়েছে ৪.৩ শতাংশ। এবং ডেল্টা এয়ার লাইনস’র শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ।

আমেরিকার পুঁজিবাজারের এমন উর্ধ্বগতির কারণ হিসেবে বলা হয়েছে দেশটিতে ওমিক্রন অনেকটাই বিবর্ণ হয়েছে। এতে কেটেছে উদ্বেগ। ইতোমধ্যে নিউইয়র্ক সিটি ঘোষণা করেছে অফিস বা মার্কেটের অভ্যন্তরে মাস্ক পড়ার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে কর্তৃপক্ষ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এসএ/এএ