মিডল্যান্ড ব্যাংককে বিনা অজুহাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চিঠি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-১০ ২২:২৭:৫৮


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম শুরু করার তিন বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি মিডল্যান্ড ব্যাংক।

এর আগেও ব্যাংকটিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে চিঠি দিয়ে তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তবে করোনা পরিস্থিতির অজুহাত দেখিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্তি হতে চায়নি ব্যাংকটি। তাই এবার কোনো অজুহাত না দেখিয়ে শিগগিরই পুঁজিবাজারে তালিকাভুক্তির কার্যক্রম শুরু করার জন্য মিডল্যান্ড ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিএসইসি।

সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে একটি চিঠি দিয়েছে বিএসইসি। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে বিষয়টি অবহিত করা হয়েছে।

তথ্য মতে, গত বছর মিডল্যান্ড ব্যাংককে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য চিঠি দেয় কমিশন। সেই চিঠির জবাবে গত বছরের ২২ ডিসেম্বর একটি চিঠি বিএসইসির কাছে পাঠায় মিডল্যান্ড ব্যাংক। সেই চিঠিতে ব্যাংকটি জানিয়েছে, দেশব্যাপী করোনা মহামারী পরিস্থিতির কারণে ব্যাংকের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহের জন্য এখন উপযুক্ত সময় নয়।

ব্যাংকটির কাছ থেকে এমন জবাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উল্লেখ করে তাদেরকে পুঁজিবাজারে তালিকাভুক্তির কার্যক্রম শুরু করার জন্য তাগিদ দিয়েছে বিএসইসি।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকিং লাইসেন্স প্রদানের সময় বাংলাদেশ ব্যাংকের প্রদান করা লেটার অব ইনটেন্টের শর্তগুলোর মধ্যে তালিকাভুক্তির বিষয়টি উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম শুরু করার তিন বছরের মধ্যে বিএসইসির যথাযথ অনুমোদন গ্রহণপূর্বক অনুমোদন গ্রহণপূর্বক আইপিওর মাধ্যমে সর্বসাধারণের জন্য ব্যাংকটির উদ্যোক্তা মূলধনের সমপরিমাণ শেয়ার ইস্যু করতে হবে।

তবে দেখা যাচ্ছে, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ২০১৩ সালের ২০ জুন থেকে তার কার্যক্রম শুরু করেছে। তবে ব্যাংকটি আইপিওর জন্য আবেদন করেনি, যা ওপরে উল্লিখিত শর্তের লঙ্ঘন। তাই এই বিষয়ে কোনো অজুহাত না দেখিয়ে শিগগিরই উল্লিখিত শর্ত অনুসরণ করে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দেশের যেসব ব্যাংক এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি তাদের বিএসইসি থেকে চিঠি দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মিডল্যান্ড ব্যাংকের আগে বিএসইসিকে একটি চিঠি দেয়। সেখানে ব্যাংকটির পরিচালনা পর্ষদ করোনা পরিস্থিতির কারণে সেসময় তালিকাভুক্ত হতে অনাগ্রহ প্রকাশ করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পত্রে নির্দেশনা দেওয়া রয়েছে যে, ব্যাংকটির কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে হবে।’

ব্যাংকটিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ব্যাংকটির কার্যক্রম নয় বছর ধরে চলছে। কিন্তু ব্যাংকটি তালিকাভুক্ত হতে এখনো কোনো উদ্যোগ বা কার্যক্রম গ্রহণ করেনি, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার লঙ্ঘন। তাই ব্যাংকটিকে শর্ত পরিপালনে ও শেয়ারবাজারের উন্নয়নে তালিকাভুক্ত হতে উদ্যোগ ও কার্যক্রম শুরু করার জন্য চিঠি দেওয়া হয়েছে।’

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ