দৈনিক ১০ কোটি ব্যারেল ছাড়াবে জ্বালানি তেলের চাহিদা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১২ ১৪:১৯:৩৪
চলতি ২০২২ বছরে অপরিশাধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আরও তীব্রভাবে বাড়তে পারে বলে জানিয়েছে জ্বালানি তেল উৎপাদন ও রফতানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)। মহামারী উত্তর সময়ে অর্থনীতির বৈশ্বিক পুনরুদ্ধারের ফলে চাহিদায় এ উল্লম্ফন দেখা দেবে বলে জানায় ওপেক। এরই মধ্যে জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা ও জোগানের অনুপাতে ব্যারেলপ্রতি দাম সাত বছরের সর্বোচ্চ স্তর স্পর্শ করেছে। খবর রয়টার্স।
বিশ্বব্যাপী সরবরাহ সংকটের চিত্র জ্বালানি পণ্যের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেশ প্রভাব রাখছে। এছাড়া জানুয়ারিতে ওপেক প্লাসের উত্তোলন বাড়ানোর প্রতিশ্রুত পরিমাণের চেয়ে কম তেল উত্তোলন করা হয় বলেও দেখা যায়।
এ বিষয়ে ওপেক জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জ্বালানি তেলের বৈশ্বিক ব্যবহার দৈনিক ১০ কোটি ব্যারেল ছাড়াবে। ওপেকের তথ্য অনুসারে, সর্বশেষ ২০১৯ সালে জ্বালানি পণ্যটির ব্যবহার দৈনিক ১০ কোটি ব্যারেলের বেশি হয়েছিল।
সানবিডি/এনজে