হিলিতে টনপ্রতি পাথরের দাম বেড়েছে ৪০০-৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১২ ১৪:৫৭:০৯


দেশে বর্তমানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক মেগা প্রকল্পের কাজ চলমান থাকায় বেড়েছে পাথরের চাহিদা। চাহিদাকে পুঁজি করে ভারতীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাথর রফতানি কমিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন। এতে হিলি স্থলবন্দর দিয়ে পাথরের আমদানি অর্ধেকে নেমেছে। সেই সঙ্গে টনপ্রতি দাম বেড়েছে ৪০০-৫০০ টাকা। এ অবস্থায় বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। পাশাপাশি বিপাকে পড়েছেন বন্দরে পাথর কিনতে আসা মানুষজন।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারক সূত্রে জানা গেছে, ১/৪ সাইজের পাথর তিন হাজার ২০০ টাকা টন থেকে বেড়ে বর্তমানে তিন হাজার ৫৭০টাকা। ১/২ সাইজের পাথর তিন হাজার ২৩০ টাকা থেকে বেড়ে তিন হাজার ৫৭০ টাকা। ৫/৮ সাইজের পাথর তিন হাজার ৭৫০ টাকা থেকে বেড়ে চার হাজার ২০০ টাকা। ৩/৪ সাইজের পাথর তিন হাজার ৭৭০ টাকা থেকে বেড়ে চার হাজার ২০০ টাকা। ২০/৪০ সাইজের পাথর তিন হাজার ৭০০ টাকা থেকে বেড়ে চার হাজার ১০০ টাকা টন বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি দিয়ে ভারত থেকে দেশে পাথর আমদানি অব্যাহত রয়েছে। তবে পাথর আমদানি অর্ধেকের নিচে নেমেছে। এক সপ্তাহ আগে যেখানে বন্দর দিয়ে ১০০-১২০ ট্রাক পাথর আমদানি হতো এখন সেখানে ৫০-৬০ ট্রাক আমদানি হচ্ছে। বন্দর দিয়ে পাথর আমদানি কমের কারণে সরকার যেমন রাজস্ব বঞ্চিত হচ্ছে তেমনি বন্দর কর্তৃপক্ষও দৈনন্দিন আয় থেকে বঞ্চিত হচ্ছে। এটি ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে হয়েছে।

সানবিডি/এনজে