নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে ২ যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-১২ ১৭:৩৬:৪২
ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাটাপড়ে ও ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার মধ্যে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
রায়পুরার মেথিকান্দায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের আনুমানিক বয়স ২৫। অন্যদিকে পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নিহত ওই কিশোরের বয়স আনুমানিক ১৭।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াশাল রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে শনিবার রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানিয়েছেন, রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই পা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে নিহত অজ্ঞাত এক যুবক ও পলাশে ট্রেনের ধাক্কায় মাথা থেঁতলে গিয়ে নিহত অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ভৈরব রেলওয়ে থানায় পুলিশ বাদি হয়ে ২টি অপমৃত্যু মামলা দায়ের করেছে।