বিমান হামলা বন্ধে ইসরাইলকে হুঁশিয়ারি দিল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১২ ১৯:১৬:৩০
সিরিয়ায় ইসরাইলের ধারাবাহিক বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে ইসরাইলের প্রতি সিরিয়ায় হামলা বন্ধের আহ্বান জানান।
মারিয়া জাকারোভা বলেন, আমরা ইসরাইলের প্রতি পুনরায় এ ধরনের শক্তি প্রদর্শন বন্ধের আহ্বান জানাই ।
এ বিষয়ে রাশিয়ার সংবাদ এজেন্সি তাস জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকারোভা সিরিয়ায় ধারাবাহিক বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করেন। ইহুদি রাষ্ট্রের হামলাকে তিনি সিরিয়ার সার্বভৌমত্বে হামলা হিসেবে অভিহিত করেন। এতে পুনরায় উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কার কথা জানান তিনি।
জাকারোভা সতর্ক করে বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক যাত্রী ফ্লাইটের মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। রাশিয়া নিয়মের মধ্যে থেকে দৃঢ়ভাবে সিরিয়ায় তৃতীয় পক্ষের সশস্ত্র সংঘাতের প্রচেষ্টার বিরোধীতা করে বলেও মন্তব্য করেন তিনি।
ইসরাইল ধারাবাহিকভাবে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইহুদি দেশটি সিরিয়ায় ইরানের স্থাপনা আছে দাবি করে হামলা জায়েজ করার চেষ্টা করে।
সানবিডি/এনজে