ঝালকাঠিতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

আপডেট: ২০১৬-০২-১৪ ১০:৪৪:৫৬


Road Accident (2)ঝালকাঠির রাজাপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার ভোরে খুলনা-বরিশাল মহাসড়কের উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস