দর বৃদ্ধির শীর্ষে আরামিট সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৩ ১৫:৫৪:৪০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬২৬ বারে ১২ লাখ ১৫ হাজার ৫৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাই ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১১ হাজার ১৩৪ বারে ৪ লাখ ২৪ হাজার ৬৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮৫ বারে ৪৫ লাখ ৮৩ হাজার ৬০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সমরিতা হসপিটালের ৯.৪৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ, জেমিনী সী ফুডের ৭.৯২ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৪৪ শতাংশ, ফরচুন সুজের ৭.৩৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬.৫৮ শতাংশ এবং এপেক্স ফুডের ৫.২৮ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস