সাফারি পার্কে প্রাণী মৃত্যুর প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৩ ১৬:১৩:৩৩


গত ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ হয়ে ১১টি জেব্রা ও একটি রয়েল বেঙ্গল টাইগার মারা যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা এবং নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে রুলে।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

একই সঙ্গে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা ও বাঘসহ ১২টি প্রাণীর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আতাউল্লাহ নুরুল কবীর। এর আগে ২ ফেব্রুয়ারি এ নিয়ে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আজ এই আদেশ দেন আদালত।

সানবিডি/এনজে