দিনাজপুর বোর্ডের দুই কলেজে পাস করেনি কেউ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-১৩ ১৬:৩৬:১১
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী কলেজসমূহের মধ্যে দুটি কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কলেজ দুইটি হলো, রংপুর জেলার গঙ্গচরা থানার বড়াইবাড়ি কলেজ ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কেউ পাস করেননি। এর মধ্যে বড়াইবাড়ি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনজন ও পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অধ্যাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের অধীনে এবার ৬৬৭টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৫৩টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার। পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।
সানবিডি/এনজে