পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারির যুগে প্রবেশ করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-১৩ ১৯:২৪:৩১


লিথিয়াম ব্যাটারির যুগে প্রবেশ করলো বাংলাদেশ। পরিবেশবান্ধব ও সময়োপযোগী এই লিথিয়াম আয়ন ব্যাটারি বাজারজাত করছে দেশের পরিবহন জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান গাঙচিল গ্রুপ। শনিবার যশোরের একটি পাঁচতারকা হোটেলে এর বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাঙচিল গ্রুপের কর্ণধার আলহাজ মিজানুর রহমান খানের মাতা আলহাজ মনোয়ারা বেগম।

এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশিষ্ট মোটরপার্টস ব্যবসায়ী কবি কাসেদুজ্জামান সেলিম, যশোর প্রেস ক্লাবের সভাপতি চেম্বার নেতা জাহিদ হাসান টুকুন, মোটরপার্টস ব্যবসায়ী জনপ্রতিনিধি আলহাজ মশিয়ার রহমান, যবিপ্রবির পেট্রোলিয়াম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আমজাদ আলী, যশোর প্রেস ক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, গাঙচিল গ্রুপের পরিচালক ওয়ালিউর রহমান খান ও ফজুলুর রহমান খান, যশোরের বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সুজা, আশরাফুজ্জামান , মোটর মেকানিক্স নওশাদ আলী, মাসুম প্রমুখ। বক্তারা ব্যাটারির জগতে একটা নতুন যুগের সূচনা করায় গাঙচিল গ্রুপকে ধন্যবাদ জানান।

উদ্যোক্তা গাঙচিল গ্রুপের পরিচালক ওয়ালিউর রহমান খান জানান, সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির এই লিথিয়াম আয়ন ব্যাটারি অত্যাধুনিক জাপানী প্রযুক্তি ও চায়না প্যাট্যানের সংমিশ্রনে বাংলাদেশে যাত্রা শুরু করেছে গত প্রায় ৩ বছর আগে থেকেই যা ছিল পরীক্ষামূলক বাজারজাতকরণ কার্যক্রম। গত ৪ বছরের পরীক্ষা-নিরীক্ষার পর সম্পূর্ণ ত্রুটিমুক্ত পরিবেশবান্ধব এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা দিয়ে আজ থেকে সারা বাংলাদেশে এই লিথিয়াম আয়ন ব্যাটারির বাজারজাতকরণ কার্যক্রম শুরু হলো।

সানবিডি/এনজে