নিখোঁজের ৩ দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-১৪ ১০:৩৯:১৫
নরসিংদীদে নিখোঁজের ৩ দিন পর মীর মাইনুল হক নামের এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল বাজারের টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত আব্দুল ফেলু মীরের ছেলে।
নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ঘোড়াশাল বাজারে আসার কথা বলে বাড়ি থেকে বের হয় মাইনুল। এরপর আর বাড়িতে ফিরেনি। তারপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, শুক্রবার সকালে মাইনুল হকের স্ত্রী থানায় একটি নিখোঁজের জিডি করেন। শনিবার বিকালে টুথ অফিসের ডাক্তার শিহাবুল হক এসে অফিস খুলতেই দেখতে পায় ভেতরে মাইনুল হকের গলাকাট লাশ পড়ে আছে। এরপর খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার রহস্য উদঘাটন করাসহ ঘাতককে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এম জি