ডরিন পাওয়ারের সাবসিডিয়ারির বিদ্যুৎ উৎপাদন শুরু
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৪ ১১:২২:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ডরিন পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ১১৫ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন চাঁদপুর পাওয়ার জেনারেশন লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী চাঁদপুর পাওয়ার জেনারেশনের বিদ্যুৎ কেন্দ্রে ১০০ ঘণ্টা রিলায়েবিলিটি রান টেস্ট (আরআরটি) সফলভাবে সম্পন্নের পর গত ১১ ফেব্রুয়ারি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। আগামী ১৫ বছর এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।
এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কোম্পানিটির প্রতি বছর এক হাজার ১০২ কোটি ২২ লাখ টাকা আয় হবে।
উল্লেখ্য, চাঁদপুর পাওয়ার জেনারেশনের ৯৯.৯০ শতাংশ মালিকানা রয়েছে ডরিন পাওয়ারের।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস