বিক্রির জন্য ফুল কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৪ ১৫:২৭:৪৭
ফুল কিনতে গিয়ে রাজধানীর মৎস্য ভবন এলাকায় একটি গাড়ির ধাক্কায় দিপু সর্দার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মৎস্য ভবন এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় তাঁর।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত দিপু সর্দার বরিশালের বাসিন্দা। তিনি ঢাকাতেই থাকতেন। বাড়িতে খুব একটা যেতেন না। ছয় থেকে সাত বছর আগে তাঁর মা মারা গেছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
দিপুর খালাতো ভাই মাহবুবুল বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষ্যে ফুলের ব্যবসা করার জন্য আজ সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে শাহবাগে ফুল কিনতে যাচ্ছিলেন দিপু। এর মধ্যে মৎস্য ভবন এলাকায় রাস্তা পার হতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে এক ব্যক্তি ফোন করে জানালে আমরা তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।’
বর্তমানে দিপু সর্দারের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।