দর বৃদ্ধির শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৪ ১৫:৫২:২৭
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৭২৯ বারে ২ লাখ ৩৪ হাজার ৭৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮৯ বারে ১৭ লাখ ৩ হাজার ৯১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ১৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৩৮ বারে ২১ লাখ ৯৮ হাজার ৭১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরডি ফুডের ৩.৩২ শতাংশ, রহিমা ফুডের ৩.১১ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২.৭৩ শতাংশ, সালভো কেমিক্যালের ২.৭০ শতাংশ, ইউনিক হোটেলের ২.৬৬ শতাংশ ও কাট্টালী টেক্সটাইলের ২.৫৭ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস