ব্লক মার্কেটে লেনদেন ৫৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৪ ১৬:৫৬:৩৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে কোম্পানির ৫৯ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৭৩ লাখ ১৪ হাজার ৪২২টি শেয়ার ৫৭ বার হাত বদলের মাধ্যমে ৫৯ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৫ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬ লাখ ৬৪ হাজার টাকার রেনেটা এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৩১ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।
এছাড়া,স্কয়ার ফার্মার ৫ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৪৫ লাখ ৯৩ হাজার টাকার, নাহি এলুমিনিয়ামের ৫৭ লাখ ৫০ হাজার টাকার, আর এ কে সিরামিকের ৫৫ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫৩ লাখ ১ হাজার টাকার, আরডি ফুডের ২৪ লাখ ৬১ হাজার টাকার, আমান ফিডের ২৪ লাখ ১৯ হাজার টাকার, দেশ বন্ধুর ২৪ লাখ ১০ হাজার টাকার, সালভো কেমিকেলের ২০ লাখ ৮০ হাজার টাকার, ফার্মা এইডের ১৬ লাখ ৫৩ হাজার টাকার, একমি লেবের ১০ লাখ ৮ হাজার টাকার, সেন্ট্রাল ইন্সুরেন্সের ১০ লাখ টাকার, অগ্নি সিস্টেমের ৯ লাখ ২১ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৯ লাখ ১৬ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৮ লাখ ৫০ হাজার টাকার, সোনালি পেপারের ৮ লাখ ২৭ হাজার টাকার, তিতাস গ্যাসের ৭ লাখ ৮ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৭ লাখ ১ হাজার টাকার, ফারিস্ট লাইফের ৭ লাখ টাকার, বিবিএস কেবলের ৬ লাখ ১৯ হাজার টাকার, ফুয়াং ফুডের ৫ লাখ ৭৪ হাজার টাকার, রিলাইন্স ইন্সুরেন্সের ৫ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস