এক বছরে তেলের দাম হবে ৬০ ডলার: কেপিআই

প্রকাশ: ২০১৬-০২-১৪ ১৩:৩৬:২৬


oil-price-600x371আগামী ২০১৭ সালের মধ্যে ধসে পড়া তেলের বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা করছে কুয়েত পেট্রোলিয়াম ইন্টারন্যাশলান (কেপিআই)। শনিবার কুয়েত নিউজ এজেন্সির এক খবরে বলা হয়েছে, কেপিআই আশা করে আগামী এক বছরের মধ্যে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ৫০ থেকে ৬০ ডলার হবে।

আর আগামী তিন বছরের মধ্যে তেলের দাম ৬০ থেকে ৮০ ডলার হবে বলে আশা প্রকাশ করেন কেপিআই এর নির্বাহী কর্মকর্তা বাখিত আল রশিদি।

তিনি বলেন, বর্তমানে তেলের দাম একবারে তলানীতে এসে ঠেকলেও আশা করছি বিশ্ববাজারে খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে।বিশ্ববাজারে তেলের দামের এই ভরাডুবির অন্যতম কারণ হিসেবে এশিয়ায় তেলের অতিরিক্ত যোগানকে দায়ী করেছেন বাখিত আল রশিদি।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বিশ্ববাজারে তেলের দামের ব্যাপক পতন হয়েছে। সর্বশেষ গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারেও তেল বিক্রি হয়েছে প্রায় ব্যারেল প্রতি মাত্র ২৬ ডলারে।

ওই দিন যুক্তরাষ্ট্রের বাজারে দিনের লেনদেনের এক পর্যায়ে অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২৬ ডলার ৩২ সেন্টে নেমে আসে। পরে অবশ্য তা সামান্য বেড়ে ২৬ ডলার ৩৮ সেন্টে উঠলেও এই দাম বুধবারের তুলনায় ১ ডলার ৭ সেন্ট কম।

অন্যদিকে ইউরোপের বাজারেও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, যদিও তা এখনও ৩০ ডলারের ওপরেই আছে। এদিন ইউরোপের বাজারে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম, যা আগামী এপ্রিল সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি আগের দিনের চেয়ে ৬৭ সেন্ট কমে ৩০ ডলার ১৭ সেন্টে নেমে আসে। এশিয়ার বাজারেও তেলের দাম ইউরোপের মতোই।

সানবিডি/ঢাকা/আহো