নিবন্ধন ছাড়াই দেওয়া হবে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৪ ১৮:৩৭:২২
মহামারি করোনার সংক্রমণ রোধে দেশে ১২ বছর বয়সের ওপরে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, কোন ধরনের নিবন্ধন ছাড়াই স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ১২ বছরের ওপরের সবাইকে টিকা দেওয়া হবে।
আজ সোমবার(১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশে টিকার কোন সংকট নেই জানিয়ে মন্ত্রী বলেন, এখনো টিকার ১০ কোটি ডোজ মজুদ রয়েছে। সুতরাং যারা এখনো টিকা নেয়নি তাদের সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহবান জানান তিনি।
দেশের ৮৫ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে এমন তথ্য জানিয়ে জাহিদ মালেক বলেন, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ- সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ১৭ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর এ জন্য বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের এখানে করোনার সংক্রমণ এবং মৃত্যু অনেক কম। আর দেশে এখন করোনা নিন্মমুখী রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ কম হওয়ায় এখনো অধিকাংশ আইসিইউ শয্যা খালি রয়েছে। সারা দেশে দেড় হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি আছে। আর সব শয্যা ফাঁকা রয়েছে। এটা সম্ভব হয়েছে শুধু মাত্র ভ্যাকসিন দেওয়ার কারণে। এমাসের শেষের দিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য মন্ত্রী।
সানবিডি/এনজে