কুমিল্লাকে হারিয়ে ফাইনালে বরিশাল
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০২-১৫ ১০:০২:৪১
শাসরুদ্ধকর প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
বরিশালের দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরে রান তোলেন কুমিল্লার দুই ওপেনার লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। ৩০ বলে মাহমুদুল করেন মাত্র ২০ রান। লিটন-জয়ের জুটি ভাঙে দলীয় ৬২ রানের মাথায়। মূলত মাহমুদুলের ইনিংসটাই বড় চাপ ফেলে কুমিল্লার হারের পেছনে।
অধিনায়ক ইমরুল কায়েস ৫ রান করে ফেরেন শফিকুল ইসলামের বলে গেইলের হাতে ক্যাচ দিয়ে। ইমরুলের পর লিটন দাস ৩৫ বলে ৩৮ রান করে বিদায় নেন শফিকুলের বলে বোল্ড হয়ে।
দলের বিপাকে মঈন আলী ও ফাফ ডু প্লেসি মিলে দ্রুত রান তুললেও বিপদ মুক্ত করতে পারেনি দলকে। মঈন ১৫ বলে ৩ ছক্কায় ২২ রান তুলে বোল্ড হন ডোয়াইন ব্রাভোর বলে।
দলের বিপাকে হতাশ করেন ফাফ ডু প্লেসিও। মঈনের পর ২১ (১৫) রান করে ক্যাচ দেন মেহেদী হাসানের বলে। এরপর ম্যাচ আর বের করতে পারেননি কুমিল্লার ব্যাটাররা। সূনিল নারিন আশা দেখালেও ১৭ রান করে ফেরেন মুজিব উর রহমানের বলে ক্যাচ দিয়ে। শেষ ওভারে ১৯ রান লাগলে সেটি তুলতে পারেননি নারিন, মাহিদুলরা। ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন মুজিব, শফিকুল ও রানা। ১ উইকেট নেন ব্রাভো।
এর আগে সন্ধ্যায় টসে হেরে ব্যাট করতে নেমে মুনিম শাহারিয়ার ও ক্রিস গেইলের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় বরিশাল। মুনিম একপ্রান্তে রান তোলেন দ্রুত। দুজনের জুটি ভাঙে গেইলের ২২ (১৯) রানে বিদায়ে। মুনিম ৩০ বলে ৪টি ছয় ও ২টি চারে করেন ৪৪ রান।
এরপর থেমে যায় রানের চাকা। তবে নাজমুল হোসেন শান্ত ১৩, জিয়াউর রহমান ১৭, ডোয়াইন ব্রাভো ১৭ ও নুরুল হাসানের ১১ রানে ভর করে ৮ উইকেটে ১৪৩ রান তোলে বরিশাল।
কুমিল্লার হয়ে ৩ উইকেট নেন শহিদুল ইসলাম, ২ উইকেট নেন মঈন আলী। ১টি করে উইকেট নেন সূনিল নারিন, তানভির ইসলাম।
এএ