খায়রুজ্জামানকে ফেরত পাঠাতে মালয়েশিয় আদালতের বাধা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৫ ১৩:৩৬:৫৯
বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে (৬৫) দেশে ফেরত পাঠানোর আদেশ স্থগিত করেছে মালয়েশিয়ার আদালত। এই আদেশের কারণে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ খায়রুজ্জামানকে এখনই দেশে পাঠাতে পারবে না অভিবাসন বিভাগ।
মঙ্গলবার খায়রুজ্জামানের আইনজীবীর করা আবেদনের বিপরীতে এই স্থগিতাদেশ জারি করেন বিচারপতি মোহাম্মদ জাইনি।
দেশটির সংবাদ মাধ্যম ফ্রিমালেশিয়াটুডে’র প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার হাইকোর্ট দেশটির অভিবাসন বিভাগের বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছেন। বাংলাদেশ সরকার কেন খায়রুজ্জামানকে দেশে ফেরত চাইছেন তার কারণ জানা যায়নি বলে আদালত উল্লেখ করে। তবে খায়রুজ্জামানের স্ত্রী রিতা রহমানের অভিযোগ, বাংলাদেশ সরকার তাকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করিয়েছেন।
গত ১০ ফেব্রুয়ারি নিজ বাসভবন আমপাং থেকে তাকে গ্রেপ্তার করেন দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
তার আইনজীবী জানান, খায়রুজ্জামান বিশ্ব শরনার্থী সংস্থা ইউএনএইচসিআর এর বৈধ শরনার্থী কার্ড নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। এছাড়া তিনি কোনো আইন লঙ্ঘন করেননি, তাই তাকে গ্রেপ্তার করা বেআইনি।
বিচারপতি জাইনি বলেন, আমি শুনতে চাই না যে, আমি যে আদেশ জারি করেছি তার বিরুদ্ধে গিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আমি আশা করছি অভিবাসন কর্তৃপক্ষ এমন কিছু করবে না।
এর আগে খায়রুজ্জামানের আইনজীবী এডমন্ড বন দেশটির অভিবাসন বিভাগের মিয়ানমারের শরনার্থীদের কোর্টের আদেশ অমান্য করে দেশে ফেরত পাঠানোর বিষয়টি উল্লেখ করলে জাইনি এই কথা বলেন।
আদালত খায়রুজ্জামানের হ্যাবিয়েস কার্পাস বা ‘আকটকৃতকে হাজির করা’ আবেদনের শুনানির দিন ধার্য করেছেন ২০ মে।
আদালতের এই আদেশে ধন্যবাদ জানান রিতা রহমান এবং তার স্বামী কোথায় আছেন, তা তাকে দ্রুত জানানো হবে বলে আশা ব্যক্ত করেন।