নারিকেল তেলের বাণিজ্যিক উৎপাদন করবে রহিমা ফুড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৫ ১৫:১০:০১
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান রহিমা ফুড নারিকেল তেলের পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে শেষ করে বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির নারিকেল তেলের পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এখন কোম্পানিটি আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে তেলের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। একই সাথে কোম্পানিটি এই তেল বাজারজাত করবে। নারকেল তেল উৎপাদনের পাশাপাশি কোম্পানিটি সয়াবিন ও সরিষার তেলের বোতলজাত ও বিপণনও করবে।
এছাড়াও কোম্পানি কাজুবাদাম প্রক্রিয়াকরণ ও প্যাকিং এবং দেশে ও বিদেশে বিপণনের জন্য একটি উৎপাদন কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস