ইউক্রেন সংকট: ব্যারেলে ৯৫.৫০ ডলারে পৌঁছেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০২-১৫ ১৬:৫৮:২৯
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা চরম আকার ধারণ করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ অনেক বেড়ে গেছে।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম ৯৬.৫৪ ডলারে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে ২০১৪ সালের পর তেলের সর্বোচ্চ মূল্য। খবর বিবিসি ও ব্লুমবার্গের।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের দাম ১০ শতাংশ বেড়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান গত এক সপ্তাহ ধরে বলে আসছেন, যে কোনো সময় ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা শুরু করতে পারে।
মার্কিন র্কমকর্তাদের এ ধরনের বক্তব্যে প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজার। রাশিয়া অবশ্য মার্কিন এ অভিযোগ নাকচ করে বলছে, যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।
সানবিডি/এনজে