মুক্তি পাচ্ছেন মাহমুদুর রহমান
প্রকাশ: ২০১৬-০২-১৪ ১৬:৩০:৪২
তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়েরকৃত মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিমকোর্ট আপিল বিভাগ।
রোববার রাষ্ট্রপক্ষের এক আবেদন খারিজ শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে নির্ধারিত আপিল বেঞ্চ এ বিষয়ে এ আদেশ দেন।
এ বিষয়ে মাহমুদুর রহমানের আইনজীবী সালেহ উদ্দিন জানান, মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এখন আর এমন কোনো মামলা নেই যেখানে মাহমুদুর রহমানের জামিন নেই। তাই আইনগতভাবে উনার এখন জমিনে মুক্তি পেতে কোনো বাধা নেই।
এর আগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর বিচারপতির স্কাইপ কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এরপর গত ১৪ জানুয়ারি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বিচারক কেএম শাসমুল আলম জামিন নামঞ্জুরের আদেশ দেন। পরে বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আসার পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ মাহমুদুর রহমানকে জামিন দেন। পরে হাইকোর্টে এ আদেশের বিরুদ্ধে আপিলে যান রাষ্ট্রপক্ষ।
কিন্তু আজ রোববার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের সে আবেদনটি খারিজ করে দেন বলেও জানান মাহমুদুর রহমানের এই আইনজীবী।
২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমান এই মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
এ মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়, বেলজিয়াম প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হকের স্কাইপিতে প্রায় ১৭ ঘণ্টার কথোপকথন দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়; যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। ওই ঘটনার পর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন।
সানবিডি/ঢাকা/এমজেট/জেএইচ/এসএস