খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে মালয়েশিয় আদালত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৬ ১৬:৩০:৪৪


মালয়েশিয়ার অভিবাসন বিভাগের হাতে আটক সাবেক হাইকমিশনার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামান মুক্তি পেয়েছেন।

বুধবার মালয়েশিয়ার একটি আদালত তাকে মুক্তির নির্দেশ দেন।

খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমানের বরাতে ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ অনলাইন জানিয়েছে, মুক্তি পাওয়ার পর স্ত্রীকে ফোন করে তার মুক্তির খবর জানান খায়রুজ্জামান।

মোহাম্মদ খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। ২০০৭ সালে খালাস পেয়ে মালয়েশিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত হন তিনি।

তার আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠানোর পাশাপাশি জেলহত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। তবে বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর তিনি জামিনে বের হয়ে আসেন।

কিছুদিন পর চাকরি ফিরে পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ২০০৪ সালে তিনি জেলহত্যা মামলা থেকে অব্যাহতি লাভ করেন। ২০০৫ সালে তিনি মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পান।

কিন্তু ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর খায়রুজ্জামানকে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হলে তিনি দেশে ফিরতে অস্বীকার করে মালয়েশিয়ায় চলে যান। এরপর তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে সরকার।

‘জীবনের ঝুঁকি’ আছে এমন দাবি করে কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে খায়রুজ্জামান মালয়েশিয়ায় আশ্রয় পান।