পূবালী ব্যাংকের ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৬ ১৬:২০:২৮
পূবালী ব্যাংক লিমিটেডের ৪৯০টি শাখার প্রধান, সকল অঞ্চল প্রধান এবং উর্ধ্বতন নির্বাহীবৃন্দের অংশগ্রহণে Presentation on `Macro Economic Perspective, Our Position and Strategic Action Plan’ শীর্ষক ভার্চুয়াল কনফারেন্স সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী।
এসময় ভার্চুয়াল কনফারেন্সে সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- জাহিদ আহসান, মোহাম্মদ ইছা ও মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
সভায় ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী ব্যবসায়িক অর্জনের বিশ্লেষণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ঘচখ কমানোর উপর জোর দেন এবং আমদানী-রপ্তানী ব্যবসা স¤প্রসারণের জন্য আহ্বান জানান।
এএ